বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ ও বাঘা প্রতিনিধি
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে চাঁপাইনবাবগঞ্জ ও বাঘা উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে র্যালি ও আলোচনাসভা করেছে। সকালে জেলা আওয়ামী লীগ জেলা কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ মোড়ে বঙ্গবন্ধু উন্মুক্ত মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলামের সভাপতিত্বে সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল মাহমুদ খান, পৌর আ’লীগ নেতা শামসুদ্দিন বাবলু, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সান্তনা হক, পৌর যুব মহিলা লীগের সভাপতি জুই আখতার, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক নিউটন বিশ্বাস, জেলা ছাত্রলীগের সহসভাপতি নাহিদ শিকদার, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন ।
এদিকে রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় শাহদৌলা ডিগ্রী কলেজের হলরুমে উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি আজিজুল আযমের সভাপতিত্বে আলেঅচনা সভায় বক্তব্য দেন আওয়ামীলীগ নেতা আশরাফুল ইসলাম বাবুল, সিরাজুল ইসলাম মন্টু, নছিম উদ্দীন, আমিরুল ইসলাম, ওয়াহেদ সাদিক কবীর, শহীদ্দুজ্জামান শাহীদ, মতিউর রহমান মতি, সাইফুল ইসলাম টগর, শফিকুল ইসলাম নান্টু, রফিকুল ইসলাম রফিক, সাইফুল ইসলাম, জিল্লুর রহমান, ফজলুর রহমান ফজল, দুলাল হোসেন, যুবলীগ নেতা মোকাদ্দেস আলী, জয়জন্তী সরকার মালতি, বিপাশা খাতুন, শাহিনুর আলম শাহিন, শ্রমীকলীগ নেতা শাহবাজ আলী, মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিজ উদ্দীন, ইলিয়াস আহম্মেদ সোনা, ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম মুক্তা, নাজমুল হোসেন প্রমুখ।