বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি :
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সোমবার (২০ মার্চ) সকাল ১০ টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগর শাখার উদ্যোগে বঙ্গবন্ধু, বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ বির্নিমানে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার অবদান শীর্ষক বক্তৃতা ও স্লোগান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার ফোরামের বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, রাজশাহী মহানগর আওয়ামী -স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমিন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক,সাবেক সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান কিটু,
সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব, সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ -৭১ এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, রাজশাহী প্রমনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রওশন আরা বেগম,নর্থ ব্যাঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা আক্তার এ্যানী ।
প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগর শাখার সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ। উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী অংশগ্রহণ করেন।