বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মো. আলী কামালের পুষ্পার্ঘ অর্পন

আপডেট: নভেম্বর ২৭, ২০২৩, ২:৩০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল রাজশাহী-২ আসনে দলীয় মনোনয়ন লাভের পর রাজশাহী ফিরলে দলীয় নেতাকর্মিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। তিনি সোমবার (২৭ নভেম্বর) বেলা ১২ টা দিকে দলীয় নেতাকর্মিদের নিয়ে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। বেলা ১২.৩০ মিনিটে জাতীয় নেতা শহিদ এএইচএম কামারুজ্জামান এঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সেখানে দোয়া করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেণী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও ডা. তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার ও আজিজুল আলম বেন্টু, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, মহিলা বিষয়ক সম্পাদক ইয়াসমিন রেজা ফেন্সি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সদস্য নজরুল ইসলাম তোতা, হাবিবুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান,

আতিকুর রহমান কালু, হাফিজুর রহমান বাবু, আব্দুস সালাম, মোখলেশুর রহমান কচি, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মতিহার থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মহিলা আওয়ামী লীগের সদস্য ইপফাৎ আরা কামাল, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, জেলা শ্রমিক লীগ সভাপতি আব্দুল্লাহ খান, সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ