মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
আনন্দ শোভাযাত্রায় বঙ্গবন্ধু কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা-সোনার দেশ
বঙ্গবন্ধু কলেজে ‘ক্লাব ডে’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে এই উপলক্ষে অনন্দ শোভাযাত্রা ও কেক কাটা হয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানে চারটি ক্লাব রয়েছে। এ ক্লাবগুলো হলো, অ্যাডমিশন ক্লাব, অ্যাডভেঞ্চার ক্লাব, ক্যারিয়ার ক্লাব ও ন্যাচার ক্লাব।
এসময় উপস্থিত ছিলেন, অ্যাডমিশন ক্লাবের মর্ডারেটর জাহাঙ্গীর হোসেন, অ্যাডভেঞ্চার ক্লাবের মর্ডারেটর শরিফুল ইসলাম, ক্যারিয়ার ক্লাবের মর্ডারেটর বহিৃ হোসেন ও ন্যাচার ক্লাবরে মর্ডারেটর সাদেকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, কলেজের তত্বাবধাক মিয়াজউদ্দিন প্রমুখ। বিভিন্ন শিক্ষাবর্ষের কোর্স কো-অডিনেটরসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ও শিক্ষাকবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম চারটি ক্লাবের সদস্যসহ সকল শিক্ষাক-শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠান পরিচালনাকারে উপাধ্যক্ষ কামরুজ্জামান বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে শিক্ষার মান উন্নত হওয়ায় শিক্ষার্থী বেড়েছে। কলেজের চারটি ক্লাব রয়েছে। সেই ক্লাবগুলো বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কাজ করে থাকে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কাটা হলে শিক্ষার্থীরা অনন্দে মেতে উঠে।