বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টে নিয়ম বর্হিভূত ভাবে খেলানোর অভিযোগ

আপডেট: ডিসেম্বর ৮, ২০২৩, ১১:১৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


তৃতীয় বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে নিয়মবর্হিভূত ভাবে খেলানোর অভিযোগ করেছে শহীদ আলম স্মৃতি সংসদ। দলের কর্তৃপক্ষ বলেন, টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী না খেলিয়ে কমিটি তাদের ইচ্ছামতো খেলিয়েছে বলে অভিযোগ করেন।

শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করে। সংবাদ সম্মেলনে বলা হয়, শহীদ শামসুল আলম স্মৃতি সংসদের সাথে আরসিসি দলের সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। খেলাটি বৃহস্পতিবার হলেও বৈরি আবহাওয়ার কারণে শুক্রবার সকাল ৮টায় করা হয়। কিন্তু মাঠ ভেজা থাকার কারণে খেলা শুরু হতে বিলম্ব হয়।

টুর্নামেন্ট কমিটি জানিয়েছিল এইদিন ১২টায় ফাইনাল খেলা শুরু হবে। পৌনে ১১টার মধ্যে ফলাফল ঘোষণা করতে হবে। কিন্তু কমিটি ভেজা মাঠে খেলানোর জন্য চাপ সৃৃষ্টি করে। আমাদের দল রাজি হয়নি। টুর্নামেন্টে ফলাফলও তারা ঘোষণা করেনি। দুপুর তিনটার দিকে ভেজা মাঠে আবারও টস করতে ডাকা হয়। কিন্তু আমাদের দলের অধিনায়ক রাজি হয়নি। ফাইনাল খেলাও অনুষ্ঠিত হয়নি। আমরা না খেলে মাঠ থেকে চলে আসি।

দলের কর্তৃপক্ষ অভিযোগ করেন, বাইলজ অনুযায়ী কমিটি এভাবে খেলাতে পারে না। বৈরি আবহাওয়ার কারণে ম্যাচ রিজার্ভ ডে অথবা টস করে ফলাফল নির্ধারণ করতে হবে। কিন্তু তারা কিছু না করিয়ে খেলানোর জন্য চাপ দেয়। তারা নিয়ম ভঙ্গ করে খেলানোর চেষ্টা করেছে। বিষয়টি নিয়ে আমরা বিসিবিতে অভিযোগ দেবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শহীদ শামসুল আলম স্মৃতি সংসদের সত্বাধিকারী আরিফ হোসেন, ব্যবস্থাপক মানিক, পরিচালক মামুন হোসেন ও কোচ শিবলী সাদিক।

এ বিভাগের অন্যান্য সংবাদ