বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে ‘জাতীয় স্টেডিয়াম’

আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ৯:১১ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


পল্টনের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

শনিবার এনএসসি সচিব মো. আমিনুল ইসলাম সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, “উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত নিম্নোক্ত ক্রীড়া স্থাপনার নামকরণ নিম্নরুপে নির্দেশক্রমে নির্ধারণ করা হলো।”

ওই প্রজ্ঞাপনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নামকরণ জাতীয় স্টেডিয়াম, ঢাকা করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপণের অনুলিপি জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প পরিচালক, স্টেডিয়ামের প্রশাসক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে পাঠানো হয়েছে।

১৯৫৪ সালে নির্মিত এই স্টেডিয়াম কখনও ঢাকা স্টেডিয়াম, কখনও ঢাকা জাতীয় স্টেডিয়াম নামে পরিচিত ছিল। অনেক ইতিহাসের সাক্ষী এই স্টেডিয়ামকে ১৯৯৬ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নামকরণের প্রস্তাবনা দেওয়া হয় এবং ১৯৯৮ সালে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
তথ্যসূত্র: বিডিনিউজ

 

এ বিভাগের অন্যান্য সংবাদ