বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে আলোচনাসভা বঙ্গবন্ধু পরিষদের

আপডেট: মার্চ ১৭, ২০২৪, ৮:০৮ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবসে আলোচনাসভা করেছে বঙ্গবন্ধু পরিষদের রাজশাহী মহানগর কমিটি।
রোববার (১৭ মার্চ) সকাল ১১টায় রাজশাহীর মিয়াপাড়াস্থ বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী মহানগর কার্যালয়ে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি অধ্যাপক নূরল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল হক কুমারের পরিচালনায় আলোচনাসভায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনায় অংশ নেন বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, রবীন্দ্র গবেষক অধ্যাপক গোলাম কবির, বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, হাসিবুল ইসলাম, মিনাজ্জুল হোসেন বাবু, ডি.এম জিল্লুর রহমান প্রমুখ।

আলোচনাসভা শেষে বঙ্গবন্ধু পরিষদের একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনকে আরো গতিশীল করতে সদস্যবৃন্দ বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন। সভা থেকে নানান কর্মসূচির উদ্যোগ নেন নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ