বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের ফাইনাল বৃহস্পতিবার

আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০১৭, ১২:১৪ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



বৃহস্পতিবার ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলবে চট্টগ্রাম বিভাগের দল কক্সবাজারের পেকুয়া উপজেলার টেটং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিলেট বিভাগের জৈন্তাপুর উপজেলার কামরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
একই দিন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলবে  রাজশাহী বিভাগের চারঘাট উপজেলার বড়বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রংপুর বিভাগের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ দিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে তৃতীয় হয়েছে বরিশাল বিভাগের বরগুনার আমতলী উপজেলার পশ্চিম গাজীপুর অগ্রদূত সরকারি প্রাথমিক বিদ্যালয়। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তারা ২-১ গোলে খুলনা বিভাগের যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেছে।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে তৃতীয় হয়েছে খুলনা বিভাগের ঝিনাইদহের দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে তারা ২-১ গোলে হারিয়েছে ঢাকা বিভাগের টাঙ্গাইলের বাগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। জাগো নিউজ