বুধবার, ২৯ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৫ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার অনুষ্ঠিত আনন্দ র্যালির উদ্বোধন করেন, সভাপতি বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. পিএম সফিকুল ইসলাম। এ র্যালিটি বঙ্গবন্ধু হলে গিয়ে শেষ হয়। এসময় সংগঠনের সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে এক মিনিট নিরবতা পালন করেন। এতে উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক ড. নাসিমা খাতুন, অধ্যাপক গৌতম গোস্বামী, ড. সুমাইয়া খানম, অধ্যাপক সোহেল মেহেদী এবং সাধারণ সম্পাদক হাসান ঈমাম সুইট।