মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্য কলহ নিয়ে বলিপাড়া সরগরম। নিত্যদিনই কোনও না কোনও ঘটনা সামনে আসছে। এত গুঞ্জন রটলেও, অভিষেক বা ঐশ্বর্য একবারও মুখ খোলেননি। তবে এবার সেই গুঞ্জনে পারদ দিল একটা ভিডিও। যা দেখে নিন্দুকরা নিশ্চিত, অভিষেক ও ঐশ্বর্যের ডিভোর্স হচ্ছেই!
ব্য়াপারটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি দুবাইয়ে উইম্যান এমপাওয়ারমেন্ট বিষয়ক একটি আলোচনাসভায় অংশ নিয়েছিলেন ঐশ্বর্য। সেই মঞ্চে ঐশ্বর্য পা রাখতেই স্ক্রিনে ফুটে ওঠে ঐশ্বর্য রাইয়ের নাম। সেই স্ক্রিনের নামেই বাদ পড়ে বচ্চন পদবি। আর এই ভিডিওই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে ডিভোর্স গুঞ্জনের তেজ আরও বাড়তে থাকে।
তবে সৎিয়টা হল, ঐশ্বর্য অফিশিয়ালি এখনও রাই বচ্চনই রয়েছে। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে উঁকি মারলেই সেটা স্পষ্ট। জানা গিয়েছে, যেহেতু দুবাইয়ের এই অনুষ্ঠান নারী স্বাধীনতা, নারী শক্তি নিয়ে সেহেতুই আয়োজকরা ঐশ্বর্যের নামের পাশে রাই পদবি ব্যবহার করেছেন। তাঁর স্বামীর পদবি নয়!
গত সোমবার ছিল নারীদের প্রতি হওয়া হিংসাত্মক ঘটনার অবসান ঘটানোর আন্তর্জাতিক দিবস। সেই উপলক্ষেই এই ভিডিও পোস্ট করেছেন ঐশ্বর্য। একটি নামী প্রসাধনী সংস্থার সঙ্গে যুক্ত নায়িকা। সেই সংস্থার হয়েই ভিডিওটি তৈরি করেছেন তিনি।
যেখানে সমস্ত নারীদের মাথা উঁচু করে বাঁচার বার্তা দিয়েছেন অভিনেত্রী। নিজের হয়ে সওয়াল করার পরামর্শও দিয়েছেন তিনি। এরই মাঝে আবার তিনি বলেছেন, “নিজের মর্যাদার সঙ্গে কখনও আপস করবেন না।”
কখনও ডিভোর্সের গুঞ্জন, কখনও দূরত্ব কমার আভাস, আবার পরক্ষণেই বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তিক্ততার রটনা। অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বৈবাহিক সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনা চলছেই। রটনা, শ্বশুরবাড়ি ছেড়ে মেয়ে আরাধ্যাকে নিয়ে বাপেরবাড়িতেই থাকছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা নন্দার সঙ্গে নাকি একেবারেই বনিবনা নেই তাঁর।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন