সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
২০১৭ সালের আমরা সবে ৮ মাসে পা দিয়েছি কিন্তু এরই মধ্যে আমরা পৃথিবীর জন্য এ বছরের প্রকৃতি প্রদত্ত বার্ষিক সম্পদ ব্যবহার করে ফেলেছি।
২ আগস্ট, ডেইলি মেইল অনলাইনে প্রকাশিত চমক দেওয়া এই গবেষণায় বলা হয়েছে, আজ পৃথিবীর জন্য প্রকৃতি প্রদত্ত সম্পদ অতিরিক্ত ব্যয়ের দিন। পৃথিবীর জন্য প্রকৃতির সম্পদের যে বার্ষিক ব্যবহার তা বছরের শেষ হওয়ার আগেই এরই মধ্যে ব্যবহার করে ফেলেছে মানুষ। ফলে আজ থেকে এ বছরের বাকি দিনগুলোতে পানি, মাটি এবং পরিষ্কার বাতাস সম্পদের অতিরিক্ত ব্যবহার করবে মানুষ।
বছর শেষ হওয়ার আগেই যেন প্রকৃতির সম্পদের বার্ষিক ব্যবহার শেষ না হয়ে যায়, অর্থাৎ এ ঘটনার পুণরাবৃত্তি এড়াতে গবেষকরা মাংস কম খাওয়া, জ্বালানি কম পোড়ানো এবং খাদ্য বর্জ্য কমানোর আহবান জানিয়েছেন।
ডব্লিউডব্লিউএফ এবং দ্য গ্লোবাল ফুটপ্রিন্ট নেটওয়ার্ক যৌথ ঘোষণায় জানিয়েছে, আজ থেকে পৃথিবীর প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যয় হবে, এর আগে এত তাড়াতাড়ি কখনো বাৎসরিক ব্যবহার শেষ করা হয় নি। অর্থাৎ বছরের বাকি দিনগুলোতে মানুষকে ভবিষ্যতের সম্পদ থেকে ধার করে চলা লাগবে।
এক বিবৃতিতে প্রতিষ্ঠান দুইটির গবেষকরা জানিয়েছেন, আমরা গত ৭ মাসে মহাসাগরের চেয়ে বেশি কার্বন নির্গত করেছি, অনেক বেশি মাছ শিকার করেছি, অনেক গাছ কেটেছি, অনেক ফসল সংগ্রহ করেছি এবং অনেক বেশি পানি খরচ করেছি, যা পৃথিবীতে পুরো এক বছরে হওয়ার কথা ছিল।
১৯৮৬ সাল থেকে এই গণনা করা হয় এবং এই ভয়ানক ঘটনা প্রতিবছরই আগে ঘটছে। ১৯৯৩ সালে অক্টোবরের ২১ তারিখে, ২০০৩ সালে সেপ্টেম্বরের ২২ তারিখে এবং ২০১৫ সালে আগস্টের ১৩ তারিখে ঘটেছে। অর্থাৎ আমরা আমাদের প্রাকৃতিক সম্পদ বেশি মাত্রায় ব্যবহার করে চলেছি। রাইজিংবিডি