বজ্রপাতের তাপমাত্রা সূর্যের চেয়েও বেশি! বিজ্ঞানীদের অকল্পনীয় আবিষ্কার

আপডেট: মার্চ ১৫, ২০২৫, ৮:৪৪ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


প্রকৃতির দুই বিশাল শক্তির মধ্যে তুলনা করা হলে অনেকেই মনে করবেন, সূর্য সব দিক থেকেই বেশি শক্তিশালী। তবে বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণা এক চমকপ্রদ তথ্য সামনে এনেছে। বজ্রপাতের তাপমাত্রা সূর্যের পৃষ্ঠতলের চেয়ে প্রায় ৬ গুণ বেশি!

বজ্রপাতের সময় তাপমাত্রা পৌঁছে যায় প্রায় ৩০,০০০ ডিগ্রি সেলসিয়াসে, যা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। গবেষণা অনুযায়ী, বজ্রপাতের সময় বাতাসের অণুগুলি আয়নাইজ হয়ে প্লাজমা অবস্থায় পৌঁছে যায়, যা এই অত্যধিক তাপের সৃষ্টি করে। অন্যদিকে, সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৫,৫০০ ডিগ্রি সেলসিয়াস।

বজ্রপাতের এই বিশাল তাপ উৎপাদন সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্ষুদ্র সময় ও স্থানে এই শক্তির কেন্দ্রীভূত হওয়াই এর কারণ। তবে সূর্যের কোরে তাপমাত্রা অনেক বেশি-প্রায় ১.৫ কোটি ডিগ্রি সেলসিয়াস। তা সত্ত্বেও, বজ্রপাতের তাপমাত্রা এমন উচ্চতায় পৌঁছায় যা আমাদের চিন্তার বাইরে।

এই চমকপ্রদ আবিষ্কার প্রকৃতির শক্তি সম্পর্কে নতুন ভাবনার উন্মোচন করেছে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

Exit mobile version