বড়াইগ্রামের জোনাইল ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষনা

আপডেট: মে ১১, ২০২৪, ৭:৩২ অপরাহ্ণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:


নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৩নং জোনাইল ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থবছরের এক কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ৯৯০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত বাজেট সভায় উন্মুক্ত বাজেট পড়ে শোনান ইউপি সচিব শ্রী সঞ্জয় কুমার চাকী। ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১৩ লাখ ৩২ হাজার ২৭৮ টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে এক কোটি ৮০ লাখ ৩ হাজার ৮১২ টাকা।

জোনাইল রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ১২ লাখ ৯৭ হাজার ৪৭০ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে এক কোটি ৭৯ লাখ ৬৬ হাজার ৬১৯ টাকা। রাজস্ব খাতে উদ্বৃত্ত ধরা হয়েছে ৩৪ হাজার ৮০৮ টাকা এবং উন্নয়ন খাতে উদ্বৃত্ত ধরা হয়েছে ৩৭ হাজার ১৯৩ টাকা। বাজেট সভায় সকল সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে বক্তৃতা করেন ইউপি সদস্য আব্দুল কাদের, সাহেদ আলী, সংরক্ষিত নারী সদস্য শেফালী বেগম প্রমুখ।