বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
বনপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরে বড়াইগ্রাম উপজেলায় আপন ছোঁয়া প্রোপার্টিজ লিঃ এর উদ্যোগে ক্যাফেটেরিয়া ও স্পোর্টস জোন এর উদ্বোধন করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসুলাম।
শিশু-কিশোরদের চিত্ত বিনোদনের লক্ষ্যে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার মালিপাড়া গ্রামে এ স্পোর্টস জোনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপন ছোঁয়া প্রোপার্টিজ লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক মো. মানিক মিয়াজি এবং সঞ্চালনা করেন এ্যাড শহিদুল ইসলাম।
সেখানে বক্তব্য রাখেন আপন ছোঁয়া প্রোপার্টিজ লিঃ এর প্রধান উপদেষ্টা ও মাঝগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মহিবুর রহমান, উপদেষ্টা কৃষিবিদ মো. হাবিবুর রহমান, শরিয়া বোর্ডের প্রধান মাওলানা রেজাউল করিম খাঁন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আপন ছোঁয়া প্রোপার্টিজ লিঃ এর চেয়ারম্যান মো.আব্দুল কুদ্দুস, বাবেয়া বাসার বালিকা মাদ্রাসার সুপার আলহাজ¦ আব্দুল মান্নান প্রমুখ।