শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে উপজেলা প্রাঙ্গণে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।
কৃষি মেলা উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ মারফুদুল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মাহদি হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।