সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে নির্যাতনে আব্দুল আজিজ (৪৫) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার ভোর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আব্দুল আজিজ উপজেলা সোনাপুর গ্রামের মৃত সিরাজ প্রামানিকের ছেলে।
আব্দুল আজিজের ছেলে মিঠু আলী বলেন, গত মঙ্গলবার সকালে চকপাড়া গ্রামের বাবু মিয়াসহ তিনটি মোটরসাইকেল গিয়ে বাড়ির পাশে দোকানের সামনে থেকে আমার বাবাকে তুলে নিয়ে যায়। রাত ৯টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের রয়না পাম্প এলাকায় অবচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। আমরা উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয়।
বাবু মিয়া বলেন, পাবনা জেলা ইশ্বরদি উপজেলার বাসিন্দা ইকবাল হোসেনের ভেকু ভাড়া নিয়েছিল আব্দুল আজিজ। সেই বিষয় নিয়ে ইকবাল হোসেনের ভাই সিলেট সেনা ক্যাম্পে কমিশন্ড কর্মরত সোহেল রানা গুরুদাসপুর সেনা ক্যাম্পে অভিযোগ করেন। তারপর কি হয়েছে আমার জানা নাই।
সিলেট সেনা ক্যাম্পে কর্মরত সোহেল রানা বলেন, আমার ভাইয়ের ভেকু ভাড়ার টাকা নিয়ে সমস্যা হয়েছিল। আমি অভিযোগ করেছিলাম। এরপর আর কিছু জানা নাই।
বড়াইগ্রাম-গুরুদাসপুর উপজেলার সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন আশারাফুল ইসলাম বলেন, এধরনের বিষয়ে আমার কিছুই জানা নাই।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিউল আযম বলেন, থানায় কেউ লিখিত অভিযোগ করে নাই। অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।