বড়াইগ্রামে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আটক ২

আপডেট: মার্চ ১৫, ২০২৫, ২:৪০ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি :


নাটোরের বড়াইগ্রামে এবার এক শারীরিক প্রতিবন্ধী এক নারীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টায় উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে ওই ঘটনা।

আটকরা হলেন, মশিন্দা গ্রামের জামাল উদ্দিনের ছেলে কামরুল ইসলাম (৪০) এবং আব্দুর রশিদের ছেলে মনির হোসেন (৩২)। এঘটনায় শনিবার সকালে প্রতিবন্ধী নারীর বাবা বাদি হয়ে বড়াইগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও পুলিশ জানায়, রাতে মনির হোসেন ফোনে ওই প্রতিবন্ধী নারীকে ডেকে বাড়ির পাশে আম বাগানে নিয়ে যায়। পরে সেখানে মনির হোসেন তাকে ধর্ষন করে ফেলে রেখে চলে যায়। এরপর কামরুল ইসলাম এসে তাকে পুনরায় ধর্ষণ করে। এসময় ওই নারীর চিৎকারে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে মনির ও কামরুলকে আটক করে পুলিশের শোপর্দ করে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ