বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে বিএনপি ও আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ আহত হয়েছেন। আহত পার-বাগডোব গ্রামের আব্দুল খালেকের ছেলে নাসিরুল ইসলাম ও নাজমুল ইসলাম এবং বাগডোব গ্রামের মৃত সের মাহমুদের ছেলে শাহজাহান আলীকে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে মূমুর্ষ অবস্থায় নাজমুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের বাগডোব গ্রামে ওই ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য ওয়ারসেল আলী বলেন, পার-বাগডোব গ্রামের আওয়ামীলীগ কর্মী জামাল হোসেনের সাথে একই গ্রামের বিএনপি কর্মী মোজাহার আলীর দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল। ৫ আগস্টের ঘটনার পর জামাল আত্মগোপনে ছিলেন। রোববার রাতে বাগডোব বাজারে মোজাহারের পানের আড়তের সামনের সড়ক দিয়ে জামাল বাড়ী যাচ্ছিলেন।
এসময় মোজাহার পথ রোধ করে তর্কে লিপ্ত হলে মোজাহারের ভাতিজা নাজমুল ও নাসিরুল জামালকে চর-থাপ্পর দেয়। বিষয়টি জানাজানি হলে বাগডোবের সেলিম ও মাহাবুলের নেত্বত্বে সংঘবদ্ধ হয়ে শতাধিক আওয়ামীলীগ কর্মী মোজাহারের পান আড়তে হামলা চালায়।
এদিকে তাদের প্রতিহত করতে বিএনপিরও শতাধিক কর্মী সেখানে জড়ো হয়। এসময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় দুই দলের লোক থাকলেও তা ব্যক্তিগত দ্বন্দ্ব। এ বিষয়ে মোজাহার আলী অভিযোগ দিয়ে গেছেন। **