বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠে চা বিক্রেতার মৃত্যু

আপডেট: জানুয়ারি ১৯, ২০২৪, ৫:০২ অপরাহ্ণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :


বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে চা বিক্রেতা মালেকা বেগম (৪৩) এর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রাণ বাজারে এই ঘটনা ঘটে। মালেকা ওই গ্রামের দিদার আলীর স্ত্রী। তিনি আগ্রাণ বাজারে একটি টং ঘরে চা বিক্রি করে সংসারের ব্যয়ভার মেটাতেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল বলেন, মালেকা বেগম সকালে মাছ বোঝাই গাড়িতে পানি দেয়ার জন্য মোটররের সুইস দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হন। এতে তিনি গুরুতর অসুস্থ হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিউল আযম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।**

এ বিভাগের অন্যান্য সংবাদ