বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী অনলাইনে তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হলেন বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, উপজেলা আওযামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, সুদান প্রবাসী ও সুদান আওয়ামীলীগের সভাপতি আনিসুর রহমান আনিস, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ এসএম আসাদুজ্জামান আসাদ, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফুল হাসান ফারুক, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও বর্তমান সাংসদ ডাঃ সিদ্দিক পাটোয়ারীর ভাগিনা জামাল উদ্দিন মিয়াজী এবং রাজ মিস্ত্রিী আওয়ামীলীগ সমর্থক ইউসুফ সিদ্দিক।
এই উপজেলায় পুরুষ ভাই চেয়ারম্যান পদে দুইজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৪ জন। এরা হলেন বেলাল পাটোয়ারী ও রেজাউল করিম ভুট্টু। চার মহিলা ভাইস চেয়ারম্যান হলেন চামেলী বেগম, শিউলী বেগম, আনিসা বিলকিস ও মোছাঃ আঞ্জুয়ারা।#