শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:বড়াইগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় মফিজুল ইসলাম (৪৪) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) রাত ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার মহিষভাঙ্গা মোড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
মফিজুল রাজশাহী মহানগরীর বহরমপুর এলাকার আনছার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন থেকে বনপাড়া পৌর এলাকার দিয়ারপাড়া মহল্লায় বসবাস করতেন।
জানা যায়, মফিজুল তার ভ্যান নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন।
এসময় রাজশাহীগামী একটি মাইক্রোবাস তার ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসটি আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।**