বড়াইগ্রামে যুবকের মৃতদেহ নামিয়ে ঢাকার দিকে বাসটি চলে গেলো

আপডেট: এপ্রিল ২, ২০২৪, ১২:৪০ অপরাহ্ণ


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:


নাটোরের বড়াইগ্রামে মধ্যরাতে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ নামিয়ে রেখে বাসটি চলে গেছে ঢাকার দিকে। সোমবার (১ এপ্রিল) দিবাগত রাত একটার স্থানীয়রা উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

ওই যুবক চাপাই-নবাবগঞ্জ হতে বাসে উঠেছিলো এবং নাটোরের বন-পাড়া ছিলো গন্তব্য। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ওই যুবক পাবনা যাওয়ার জন্যই বনপাড়া পর্যন্ত টিকিট কেটেছেলো। তার কাছ থেকে পানির বোতল ও বিস্কুটের প্যাকেট পাওয়া যায় এবং পকেটে মানিব্যাগ বা টাকা-পয়সা পাওয়া যায়নি।

সম্ভবতঃ অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে সে জীবন হারায়। তার পরণে ছিলো জিন্স প্যান্ট ও ফুল হাতা টি-শার্ট। মঙ্গলবার সকালে তার মৃতদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ