সোমবার, ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
বনপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় হাজী কল্যাণ সংগঠনের উদ্যোগে পবিত্র শবে বরাত উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেখানে শবে বরাতের তাৎপর্য আলোকপাত করে বক্তব্য রাখেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আব্দুল মান্নান এবং রাবেয়া বাশার বালিকা মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ আব্দুল মান্নান। সংগঠনের সভাপতি সাংবাদিক সাইফুর রহমানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মোঃ মসলেম উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা উপজেলা ডায়াবেটিকস হাসপাতালের সেক্রেটারী আকবর আলী মৃধা, বনপাড়া স্বদেশ হাসপাতালের স্বত্বাধিকারী ডাক্তার ওয়ালিউল ইসলাম, মাঝগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও সুধীমন্ডলী।