মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
বড়ইগ্রাম (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে সাপের কামড়ে আবু হানিফ (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) বিকেলে উপজেলার উপলশহর দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আবু হানিফ ওই গ্রামের মৃত আসমত সরদারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য জানান, বিকেলে মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে আবু হানিফের পায়ে সাপে কামড় দিয়ে সকটে পরে। কিছু না দেখতে পেয়ে ধারনা করেছিল কোন আঘাত পেয়ে কেটে গেছে।
পরে ক্ষতস্থানে জ্বালা যন্ত্রণা শুরু হলে উপজেলা স্বাস্থ্য কম্পেক্সে নিয়ে গেলে সাপের কামড়ের বিষয়টি নিশ্চিত করে। দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবু হানিফ মারা যায়।