সোমবার, ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁ জেলার বদলগাছি থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার (১৩ জানুয়ারি) উপজেলার মাহমুদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৩৯টি ট্যাপান্টাডল ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, আবুল হোসেনের ছেলে রাসেল হোসেন (৩৩), মৃত আছির উদ্দিনের ছেলে আবুল হোসেন (৫৫)। তারা বদলগাছির মাহমুদপুর গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীদেরকে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় মাহমুদপুরে আভিযান চালিয়ে রাসেল ও আবুল হোসেনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রীয়ধীন।