মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর বদলগাছীতে রসুলপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মহল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে গেলেন নওগাঁ ৩- আসনের সংসদ সদস্য সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী। তিনি শনিবার ঢাকা থেকে শেষ বেলা নওগাঁ আসেন। ওই দিন সন্ধ্যার পর ছুটে আসেন রসুলপুর গ্রামে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন এবং পরিবারের লোক জনের খোঁজ খবর নেন। তিনি আশ^স্ত করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবতার সরকার। সরকারের পক্ষ থেকে যে সকল সুযোগ সুবিধা রয়েছে সবই আপনাদের দেওয়া হবে। আপাতত মাথা গোঁজার ঠাঁই হোক। এমপি সৌরেন অগ্নিকাণ্ডের প্রথম দিন খবর পেয়েই রাতেই তাঁর প্রতিনিধির মাধ্যমে নগদ ৪০ হাজার টাকা ও চাল, ডাল, তেল, লবণ চিনি ও শুকনা খাবার প্রেরণ করে ছিলেন। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করা হয়।
পরিদর্শনকালে এমপি উপজেলা পরিষদ পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ১৯টি পরিবারের মধ্যে শাড়ি কাপড় বিতরণ করেন। এর পর ওই গ্রামে উপস্থিত নেতা কর্মিদের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি আবারো জোড় দিয়ে বলেন, অনিয়ম দুর্নীতি, সিন্ডিকেট এর কোনো স্থান নেই। এ সময় এমপির সঙ্গে ছিলেন, উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ আবু খালেদ বুলু, ইউপি চেয়ারম্যান রেজাউর করিম পল্টন, শাহিনুর ইসলাম স্বপন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবপ্রসাদ দেশমূখ্য,
সাধারণ সম্পাদক বাসুদেব সাহা, রতন কুমার, অলক মুস্তফী, অসিম মন্ডল, রুপশ্রী চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সাকলায়েন সুবেল, সাংগঠনিক সম্পাদক ভগিরত কুমার, বালুভরা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সুকমল কর্মকার, এমপির ভাই সনদ কুমার চক্রবর্ত্তী, আবুর হোসেন হাসেমসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।