মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
বদলগাছী প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে অগ্নিদগ্ধ বৃদ্ধা খোদেজা ৩ দিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে অবশেষে হার মানলেন। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টায় তার নিজ ঘরে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
অগ্নিদগ্ধ খোদেজার (৬৫) চিকিৎসার জন্য উপজেলা প্রশাসন যখন তৎপর হল ওই দিন রাতেই তিনি মৃত্যুবরণ করেন। নিঃসন্তান খোদেজা প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিলেন। গত রোববার সন্ধ্যায় কুপি বাতি জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ হন তিনি। প্রথমে তাকে বদলগাছী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয় প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থ আশঙ্কাজনক হওয়ায় তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। গত মঙ্গলবার নওগাঁ সদর হাসপাতালের চিকিৎসক তার আরো উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর পরামর্শ দেন। প্রতিবেশীরা জানান, সকাল হলেই চিকিৎসা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নেয়া হতো। গতকাল সকাল ১০টায় স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।