সোমবার, ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
‘নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শুক্রবার (০৮ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং বদলগাছী ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির সহযোগিতায় দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহবুব আলম। এসময় আরো বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক এমদাদুল হক দুলু, বদলগাছী সদর ইউপির কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থী ফাতেমা হোসেন শ্রাবণী প্রমূখ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।