শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে তীব্রশীত উপেক্ষা করে রোপা আমন ধান মাঠ থেকে ঘরে তুলতে বাস্ত সময় পার করছে কৃষকেরা। আকাশ মেঘাচ্ছন্ন ও ঘনকুয়াশার কারনে দুই দিন থেকে সূর্যের মুখ দেখা যায়নি। সারাদিন কুয়াশায় আচ্ছন্ন থাকায় ধান কাটা মাড়া ব্যাহত হচ্ছে বলে কৃষকরা জানিয়েছে। আবার বৃষ্টি হওয়ার আশঙ্কায় কৃষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার বিকালে সূর্য দেখতে পাওয়ায় জনমনে কিছুটা স্বস্তি মিলে। এলাকা ঘুরে দেখা যায় উপজেলার বিলাশবাড়ি ইউনিয়ন মাঠে এখনো প্রায় অর্ধেক পরিমান রোপা আমন ধান মাঠে পড়ে আছে। অধিকাংশ জমির ধান কেটে রাখা হয়েছে। আবার বৃষ্টি হওয়ার আতঙ্কে অনেক কৃষক জমিতে ধান জড়িয়ে এক জায়গায় স্তুপ করে রেখেছে। কেউ তুলে আনছে আবার কেউ কাটছে।
হলুদ বিহার গ্রামের কৃষক ছানোয়ার বলেন মাঠে যে পরিমান ধান আছে এর মধ্যে আতপ ধানই বেশী। একে তো তীব্র শীত আবার ঘনকুয়াশা, রোদ হচ্ছে না এতে ধান কাটা মাড়াই ব্যাহত হচ্ছে। এ অবস্থায় আকাশের বৃষ্টি হলে কৃষ্ক ক্ষতির মুখে পড়বে। তীব্র শীতে বেশী বিপর্যস্ত হয়ে পড়েছে উপজেলার ফুলকপি চাষীরা। খামার আক্কেলপুর গ্রামের কয়েক জন ফুলকপি চাষী জানান প্রত্যেকটি ফসলের পরিচর্যা সকাল থেকে করা হয় কিন্তু ফুরকপি ভোর রাতে কেটে বাজারে নিতে হয়। এতো শীত আর ঘনকুয়াশা কপি কাটার সময় গা ভিজে যায়।
না কাটলে ফুল নষ্ট হয়ে যাবে। আবহাওয়া পূবাভাসে বলা হয়েছে আরো দুএকদিন এই অবস্থা থাকতে পারে। এর পর আকাশ পরিস্কার হলে শীত আরো বেড় যাবে। বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন আজ মঙলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান বলেন এখনো ৬ ভাগ রোপা আমন ধান মাঠে রয়েছে।