মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
বদলগাছী প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে প্রতিকূল আবহাওয়ার কারণে উপজেলার শতশত আলু খেতে পচন রোগ দেখা দিয়েছে। এতে করে আলুচাষীরা বিপাকে পড়েছেন।
জানা গেছে, উপজেলার ৮ ইউনিয়নে সর্বত্রই আলু খেতে পচন রোগে আক্রান্ত হয়েছে। কোন কোন মাঠে ব্যাপকহারে আক্রান্ত হয়েছে। অপরদিকে পচন রোগ মোকাবিলা করতে উপজেলা কৃষি অধিদফতরের কর্মকর্তা, কর্মচারীরা কৃষকদের পরামর্শ দিয়ে সহযোগিতা করতে মাঠ পর্যায়ে তৎপর রয়েছেন। এই উপজেলা কৃষি নির্ভরশীল এলাকা। রবিশষ্যের মধ্যে অন্যতম ফসল হচ্ছে আলু। অনেক কৃষক ৮-১০ বিঘা বা তারও বেশি আলু চাষ করেছেন। কৃষকদের লাভজনক ফসল আলু। অধিকাংশ কৃষকেরা আলু বিক্রি করে সংসারের চাহিদা পুরুণ করেন। এছাড়া সারা বছর তরকারি খাবারের আলু রেখে দেন কৃষকরা। এজন্য কৃষকরা আলু খেতের উপর অধিক যতœশীল হয়ে থাকেন।
উপজেলা কৃষি অধিদফতর সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ৮ ইউনিয়নে মোট ৪ হাজার ২০০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। কৃষকরা আলুর বাম্পার ফলনের স্বপ্ন দেখছে। সম্প্রতি প্রতিকূল আবহাওয়া নেমে আসার কারণে আলু খেত পচন রোগে আক্রান্ত হয়ে পড়েছে। কিছু নামধারী কোম্পানির নি¤œœমানের কীটনাশক বাজার ছেয়ে গেছে। যে কীটনাশক ছিটিয়ে কৃষকেরা কোন ফল পাচ্ছে না। এতে কৃষকেরা আর্থিকভাবে ক্ষতিতে পড়েছেন।
হলুদ বিহার গ্রামের কৃষক রেজাউল ইসলাম জানান, সে ১ বিঘা জমি আলু চাষ করেছে। সে আলুতে ইডোমিলগোল্ডসহ ৩ প্রকার কীটনাশক ছিটিয়ে কোন ফল হয় নি। দুধকুড়ি গ্রামের কৃষক আব্দুল মতিন, মোয়াজ্জেম, উজ্জলসহ এলাকার অর্ধশতাধিক কৃষকের সঙ্গে কথা বললে তারা একই সমস্যার কথা জানান।
গতকাল মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ও গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় কৃষকরা আরো হতাশ হয়ে পড়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান আলী জানান, আবহাওয়া জনিত কারণে আলু খেতে পচন রোগ দেখা দিয়েছে। তবে যে সব খেতে এখনও পচন ধরেনি। সেসব খেতে কৃষকদের ডাইথেন এম-৪৫, ইন্ডোফিল, মেলোডি ডু-৩, ম্যানকোজেব ছিটাতে হবে এবং আক্রান্ত আলু খেতে সিকিউর, মেলোডি ডু-৩, ডাইথেন এম-৪৫ মিশ্রিত করে ছিটালে প্রতিকার পাওয়া যাবে।