মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, ২৪ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
বদলগাছী প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর হলরুমে এ উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সম ফজলুল হক বাচ্চু। অন্যদের মধ্যে বক্তব্য দেন উদ্যান তত্ববিদ আনম আনোয়ারুল হাসান, সাংবাদিক এমদাদুল হক দুলু ও হাসানুজ্জামান, কৃষি উপসহকারী কর্মকর্তা মো. মেহেদী হাসান, আমজাদ হোসেন প্রমুখ।