মঙ্গলবার, ২৪ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১০ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
বদলগাছী প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী পাইলট সরকারী হাইস্কুল চত্বরে এবারবেস্ট গ্রুপের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। রোববার (১৬ জানুয়ারি) বেলা ২টায় উপজেলার বিভিন্ন এলাকার ৩শো শীতার্থ অসহায় পরিবারের মাঝে এই শীতবস্ত্র তুলে দেয়া হয়। পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক সুরেশ সিংহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বদলগাছী বঙ্গবন্ধু সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বাবু সুবাশ সিংহ। উপস্থিত ছিল এভারবেস্ট গ্রুপের জিএম মাসুদ পারভেজ, সিনিয়র এক্সিকিউটিভ সেলার সামিউজ ইসলাম, ডেপুটি ম্যানেজার দিপঙ্কর সিংহ, সমাজসেবক রজত গোস্বামী, সহকারী শিক্ষক মোজাহারুল ইসলাম প্রমূখ।