মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের দিক থেকে উপজেলায় প্রথম হয়েছেন বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকার ইচ্ছা ভবিষ্যতে একজন ডাক্তার হয়ে মানুষের সেবা করা।
আয়েশা জানায় প্রতিদিন ৫ঘণ্টা, ৭ঘণ্টা আবার কোন দিন ১০ঘণ্টা ও পড়াশোনা করেছে। অর্থাৎ ক্লাসের পড়া শেষ না হওয়া পর্যন্ত সে পড়া শোনা করেছে। আয়েশা গোল্ডেন জিপিএ ৫, তার প্রাপ্ত নম্বর ১২৫৭। আয়েশার মা নুরজাহান বেগম একজন শিক্ষিকা, বাবা আয়েন উদ্দিন কৃষিকাজ করেন। বদলগাছী পাইলট হাইস্কুল থেকে ২১৭ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে ২০৭ পাশ করেছে, জিপিএ ৫ পেয়েছে ৭০ জন। এছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল সাফল্যজনক হয়েছে।
পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক সুরেশ সিংহ জানান, আয়েশা সিদ্দিকার ফলাফলে সকল শিক্ষকগন খুশি। তিনি জানান আয়েশা সিদ্দিকাসহ সকল কৃতকার্য্য ছাত্রছাত্রীরা ভবিষ্যতে খুব ভালো করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন বলেন এই উপজেলায় এবারে এসএসসির ফলাফল খুবই সাফল্য জনক।