মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে কাঠের ফার্নিচারের দোকানে বৈদ্যুতিক সর্টসার্কিটে আগুন লেগে খাট, ড্রেসিং টেবিল, ওয়ারড্রবসহ নানা প্রকার কাঠের তৈরি আসবাবপত্র পুড়ে যায়। আসবাবপত্রের সাথে পুড়ে ছাই হয়ে যায় দোকান মালিকের স্বপ্ন ও সহায় সম্বল। মোট ফার্নিচারসহ ১২ লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে দোকান মালিক জানায়। ঘটনাটি ঘটেছে রোববার (১২ মে) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে উপজেলার কেশাইল মোড়ে সিরাজুল ইসলামের দোকানে।
দোকান মালিক সিরাজুর জানায় ৭ বছর থেকে মোড়ে মাহফুজার দোকান ঘড় ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিল। ভোর রাতে খবর পায় দোকানে আগুন লেগেছে। ছুটে এসে দেখি আগুন তখনো জ¦লছিল। গ্রামের লোকজন আগুন নিভানোর চেষ্টা করছে। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস কর্মিরা। ততক্ষনে সব শেষ হয়ে গেছে। আমি এখন বড় অসহায়। আমি কি করবো ভাবতে পারছিনা। আমি উপজেলা প্রশাসনসহ এমপির সুদৃষ্টি কামনা করছি।