বদলগাছীতে কৃষকদের মাঝে ¯েপ্র মেশিন বিতরণ

আপডেট: জানুয়ারি ৬, ২০১৭, ১২:০২ পূর্বাহ্ণ

বদলগাছী প্রতিনিধি


নওগাঁর বদলগাছী আধাইপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে কৃষকদের মধ্যে ¯েপ্র মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে প্রধান অতিথি হিসেবে এ ¯েপ্র মেশিন বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা অলি আহমেদ রুমী চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুসাইন শওকত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুজিত দেবনাথ, উপজেলা শিক্ষা অফিসার ছানাউল হাবিব, ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন চৌধুরী, এসও মামুনুর রশিদ, ইউপি সদস্য আনোয়ার হোসেন, দেবল চন্দ্র, এরশাদ, সাবিনা ইয়াসমিন, শাহানাজ বেগম প্রমুখ। এডিবির অর্থায়নে ১৫০ জন কৃষকদের মধ্যে ¯েপ্র মেশিন বিতরণ করা হয়। শেষে ১৫০ জন হতদরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ