শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
বদলগাছী প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে সমন্বিত ব্যবস্থাপনা কম্পোনেন্ট (আইএফএমসি) এর আওতায় উপজেলার ৭টি কৃষক মাঠ স্কুলের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে এই সরঞ্জাম বিতরণ করা হয়।
প্রকল্পের রাজশাহী অঞ্চলের এসএমএস ড. জগত চাঁদ মালাকার এসব সরঞ্জাম বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী ও এসএপিপিও এসএম জহির রায়হান। আরো উপস্থিত ছিলেন আইএফএমসি স্কুলের কৃষক সহায়তাকারী সংশ্লিষ্ট স্কুলের ট্যাগ অফিসার মো. আবদুর রাজ্জাক, ছামাউন হোসেন, আল মামুন, ইসমাইল হোসেন, মহসীন আলী ও মুক্তা চন্দ্র মন্ডলসহ কৃষক সহায়তাকারী। এ প্রকল্পের ৭টি আইএফএমসি স্কুল নতুন করে চালু হলো। নতুন করে চালু হওয়া স্কুল গুলো হল নয়ন শহর, চক জালাল, খোকশাবাড়ী, জগপাড়া, দেউকুড়ি, এনায়েতপুর ও দোনইল পশ্চিমপাড়া।