বদলগাছীতে গাছ থেকে পড়ে কবরের খাড়াল পেটে ঢুকে শ্রমিকের মৃত্যু

আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৪, ৮:৫২ অপরাহ্ণ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর বদলগাছীতে গাছ থেকে পড়ে কবরের খাড়াল পেটে ঢুকে শফিকুল ইসলাম পোকাড়ী (৪৫) নামে এক গাছকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মিঠাপুর ইউনিয়নের মিঠাপুর পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের পুকুর পাড় এলাকায় মোমিনের গাছ ক্রয় করে মিঠাপুর এলাকার গাছ ব্যবসায়ী লিটন। বৃহস্পতিবার সকালে গাছ ব্যবসায়ী লিটন তার শ্রমিক শফিকুল ইসলাম পোকাড়ীকে গাছ কাটার জন্য কাজে লাগিয়ে দেন। গাছের ডালপালা কাটতে গাছের উপরে উঠে শফিকুল। এ সময় অসাবধানতাবশতঃ তিনি গাছ থেকে নিচে কবরের খাড়ালের উপর পড়ে যায়।

এসময় বাঁশের খাড়াল তার পেটে ঢুকে যায়। তার চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহত শ্রমিক শফিকুল ইসলাম পোকাড়ী উপজেলার মিঠাপুর পশ্চিমপাড়া মৃত কমলা ইসলামের ছেলে বলে জানা যায়। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান জানান, নিহত শফিকুল গাছকাটা শ্রমিক।

এ বিভাগের অন্যান্য সংবাদ