বদলগাছীতে চর্যাপদ প্রকাশের শতবর্ষ উপলক্ষে আলোচনা

আপডেট: ডিসেম্বর ৪, ২০১৬, ১২:২২ পূর্বাহ্ণ

বদলগাছী প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে বাঙলা গানের আদিমাতা চর্যাপদ প্রকাশের শত বছর পূর্তি উপলক্ষে বৈশাখী শিল্পকলা প্রাঙ্গনে এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে বদলগাছী বঙ্গবন্ধু সরকারী ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রভাষক ড. ফাল্গুনী রানী চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুসাইন শওকত , টাঙ্গাইল সরকারী সা’দত কলেজের উপাধক্ষ্য ও চর্যাগানের সুরকার চর্যা গবেষক প্রফেসর আলীম মাহমুদ,  নাট্যজন আলী হাসান, কবি ও অধ্যাপক আযাদ কামাল, কবি এমরান হাসান প্রমূখ। বাঙালী সত্তার উৎস ভুমি নালন্দা সোমপুর চর্যা গানের সুর সিক্ত তীর্থ সখিপুর। অর্থাৎ  বাংলাভাষা ও সাহিত্যের সর্ব প্রাচীন নিদর্শন হল চর্যাপদ যা সোমপুর বিহার বর্তমান ঐতিহাসিক পাহারপুর বৌদ্ধবিহারে এর উৎপত্তি। জন্যই টাঙগাইল সরকারী সা’দত কলেজের উপাধক্ষ্য  ও চর্যাগানের সুরকার চর্যা গবেষক প্রফেসর আলীম মাহমুদ বদলগাছীতে চর্যাপদ প্রকাশের শত বছর পূর্তি অনুষ্টানের আয়োজন করেন।