বদলগাছীতে চোরের বাড়িতে গরু চুরি

আপডেট: জানুয়ারি ৫, ২০১৭, ১২:০৪ পূর্বাহ্ণ

বদলগাছী প্রতিনিধি


নওগাঁর বদলগাছীতে চোরের বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, উপজেলার সদর ইউপির কাদিবাড়ী গ্রামের দক্ষিণপাড়া এলাকার চিহ্নিত চোর নাসির উদ্দীনের বাড়ি থেকে গত মঙ্গলবার দিবাগত রাতে বাড়ির  প্রচীর না থাকায়  চোরেরা ভিতরে প্রবেশ করে শয়ন ঘরের দরজার শেকল আটকে দিয়ে গোয়াল ঘর থেকে ২টি গরু চুরি করে নিয়ে যায়। যার অনুমানিক মুল্য ৭০ হাজার টাকা। এলাকাবাসী জানায়, নাসির একজন ছিঁচকে চোর। এলাকাবাসী তাকে নিয়েই আতঙ্কে থাকে। এ বিষয়ে থানায় কোন মামলা হয় নি। বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দীন বলেন, নাসির ও তার  ছেলের বিরুদ্ধে থানায় চুরির মামলা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ