শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে জাতীয়তাবাদী কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১অক্টোবর) সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে সম্মেলনের উদ্বোধন করেন নওগাঁ জেলা কৃষকদলের আহবায়ক মমিনুল ইসলাম চঞ্চল। এরপর হাফেজ জহুরুল ইসলামের সভাপতিত্বে এবং শাফিনুল ইসলাম শাফিনের সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফি।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সদস্য-সচিব এটিএম ফিরোজ দুলুু, জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক সুলতান মামুনুর রশিদ মামুন, যুগ্ম-আহবায়ক এস,এম শহিদুজ্জামান সোহান, যুগ্ম-আহবায়ক এ,কে,এম, মমিনুল হক ছানা, বদলগাছী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী প্রমুখ। শেষে আলহাজ্ব গোলাম রাব্বানী মুকুল কে সভাপতি, জহুরুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, আহসান হাবীব লিটনকে সাধারণ সম্পাদক, দুলাল হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক, শাফিনুল ইসলাম শাফিনকে সাংগঠনিক সম্পাদক, সুলতান আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক এবং আইয়ুব হোসেন কে ১ নং সদস্য করে জাতীয়তাবাদী কৃষকদল, বদলগাছী উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষনার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়। প্রধান অতিথি আলহাজ্ব ফজলে হুদা আকন্দ বাবুল তাঁর বক্তব্যে বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল।
বিগত পাঁচ বছর মানুষের অধিকার আদায়ের জন্য শান্তিপূর্নভাবে আন্দোলন করে যাচ্ছি। আমরা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এসেছি। দলমত নির্বিশেষে সকল মানুষ রাস্তায় নেমে আসবে।এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তাই সকলকে সজাগ থেকে আগামীতে কেন্দ্রীয় কমিটির কর্মসূচীতে একযোগে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ সরকারের পতন ঘটানোর আন্দোলনে অংশগ্রহণ করতে হবে।