শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
বদলগাছী প্রতিনিধি
আগামী ১ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী ও মহাসমাবেশ সফল করতে নওগাঁর বলদগাছী উপজেলা জাতীয় পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধায় জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে যুগ্মআহ্বায়ক আব্দুর রশিদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির যুগ্মসম্পাদক ও নওগাঁ জেলা সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন। অনান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সদস্য আবুল হোসেন বাচ্চু, রতন, মকলেছার রহমান, বুলবুল আহাম্মেদ, ওয়াজেদ আলী প্রমূখ।