বদলগাছীতে জাল নোটসহ যুবক আটক

আপডেট: ডিসেম্বর ১১, ২০১৬, ১২:০৫ পূর্বাহ্ণ

বদলগাছী প্রতিনিধি


নওগাঁর বদলগাছীতে দুইটি এক হাজার টাকার জাল নোটসহ এক যুবককে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলা সদরের এক কাপড়ের দোকান থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
জানা যায়, বদলগাছী সদরে সাতরং ফ্যাশন কাপড়ের দোকানে ১০-১২দিন আগে কেনাকাটার ভীড়ের সময় একটি কাপড় কিনে একহাজার টাকার একটি জাল নোট দিয়ে চলে যায়। ভীড়ের মধ্যে তৎক্ষণিক দোকান মালিক আবু সাইদ রোমেন বুঝতে না পাড়লেও পরে বুঝতে পেরে টাকাটি রেখে দেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে দোকানে ভীড়ের সময় আবারো একটি জ্যাকেট কিনে একহাজার টাকার জাল নোট ক্যাশ কাউন্টারে জমা দেন। দোকান মালিক আবু সাইদ রোমেন জাল নোটটি চিনতে পেরে মামুনুর রশিদ (২৫) নামে ওই যুবককে আটক করে বদলগাছী থানায় খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। আটকৃত যুবক জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গণিপুর গ্রামের মামুনুর রশিদ বলে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ