শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বদলগাছী প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে বদলগাছী-জয়পুরহাট রোডে গোবরচাপাহাট ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী উপজেলার গোয়ালভিটা গ্রামের আব্বাস আলীর ছেলে রফিকুল (৪২)।
জানা যায়, সকালে রফিকুল মোটরসাইকেল যোগে মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে গোবরচাপাহাট বাজারে ব্রিজের নিকট পৌঁছিলে বিপরীতদিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন আসার আগেই চালক ঘাতক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান জানান, নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে থানায় একটি জিডি হয়েছে।