রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বদলগাছী প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে ঢাকাস্থ রাজশাহী বিভাগীয় সাংবাদিক সমিতির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার দারুল উলুম নুরানী হাফেজিয়া কওমী মাদ্রাসা মাঠে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্ররাসার নবনির্বাচিত সভাপতি গোলাম কিবরিয়া, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি ও বীরমুক্তিযোদ্দা মো. ওয়াজেদ আলী, সাধারণ সম্পাদক হাফিজার রহমান, সাংবদিক হাসানুজ্জামান, সানজাদ রয়েল সাগর, আবদুল কাদের প্রমুখ। কম্বল বিতরণে সহযোগিতা করেছেন বাংলাদেশ ব্যাংক। তত্ত্বাবধানে ছিলেন রাজশাহী বিভাগীয় সাংবাদিক সমিতির যুগ্মসম্পাদক সরদার মেহেদী হাসান।