মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্য নিয়ে তারণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নওগাঁর বদলগাছীতে তারণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক আনন্দ র্যালি ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মশালা অনুষ্ঠিত হয়।
বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় পরিষদ চত্ত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ হলরুমে চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিসংখ্যান অফিসার আবু ওয়াসিফ, ভূমি কর্মকর্তা মির্জা মোঃ মিজানুর রহমান, ইউপি সদস্য মোঃ আনিছুর রহমান, আমিরুল ইসলাম, রবিউল আওয়াল চৌধুরী, মিজানুর রহমান, আজাদ হোসেন, আইতুল হোসেন, মাইনুল আল বাতেন মাইন, শফিকুল ইসলাম, জিল্লুর রহমান দেওয়ান, সাজেদা বেগম, মনোয়ারা বেগম, শাহানাজ বেগম প্রমূখ।
কর্মশালায় তারণ্যের ভাবনায় বিতর্ক প্রতিযোগীতায় বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল, বদলগাছী লাবন্যপ্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাইস্কুল, বদলগাছী সরকারি মহাবিদ্যালয়, বদলগাছী মহিলা ডিগ্রী কলেজ, বদলগাছী মাইলস্টোন হাইস্কুল অংশ গ্রহণ করে। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।