সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী থেকে দুই নারীসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৪০০ পিচ ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। শনিবার (১১ মে) সকালে র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে শুক্রবার ১০ মে দিনব্যাপী উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চকবাড়িয়া এলাকার গফুরের মেয়ে মাহফুজা বেগম (৪৬), চকরামচন্দ্র এলাকার গফিরের মেয়ে নাহার বেগম (৪০) এবং গয়েশপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রুবেল হোসেন (৩১)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত আসামীরা সকলেই চিহ্নিত মাদক কারবারী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব এর একটি গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি অভিযানিক দল শুক্রবার পৃথক পৃথক অভিযান চালায়।
অভিযানে মাদক ক্রয়-বিক্রয়ের সময় বদলগাছী থানার চকবনমালী এলাকা থেকে ২৮০ পিচ ট্যাপেন্টাডলসহ মাহফুজা বেগম ও নাহার বেগমকে গ্রেপ্তার করা হয়। একই দিন অপর এক অভিযানে মথুরাপুর এলাকা থেকে ১২০ পিচ ট্যাপেন্টাডলসহ রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।