বদলগাছীতে নদীতে গোসল করতে নেমে একজন নিখোঁজ

আপডেট: জুলাই ৮, ২০২৪, ১০:৪৬ অপরাহ্ণ

বদলগাছীতে নদীতে গোসল করতে নেমে একজন নিখোঁজ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর বদলগাছীতে ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে একজন নিখোঁজ হয়েছে। সোমবার (৮ জুলাই) বেলা ১টার দিকে উপজেলার তেজাপাড়া ঘাটে এ ঘটনা ঘটে। গ্রামবাসী জানায়, গোসল করতে নদীতে নেমে তেজাপাড়া গ্রামের নেশারুল হামিদ পিন্ট ু(৫৫) সাঁতার দিয়ে নদীর এপার থকে ওপার যায়।

পারে উঠে একটু বিশ্রাম নিয়ে আবারো নদীর এপার আসার চেষ্টা করলে নদীর মাঝখানে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন চেষ্টা করে সন্ধান পায় নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারের চেষ্টা করে। পরে সেখানে ডুবুরি আসার খবর পাওয়া যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নেশারুল হামিদ পিন্টুর কোন সন্ধান মিলেনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ