বদলগাছীতে পুলিশ কর্মকর্তার বাসায় চুরি

আপডেট: আগস্ট ১, ২০১৭, ১২:৪৭ অপরাহ্ণ

বদলগাছী প্রতিনিধি


নওগাঁর বদলগাছীতে এক পুলিশ কর্মকর্তার বাসায় চুরি সংঘটিত হয়েছে। জানা যায়, উপজেলা সদরের উত্তর কলেজ পাড়ায় বসবাসরত অবসর প্রাপ্ত ইন্সপেক্টর খাদেমুল ইসলাম সস্ত্রীক গত ৩০ জুলাই তার গ্রামের বাড়ি পুকুরিয়াতে যান। তিনি ওই দিন রাতে আর বাসায় ফিরে নি। সুযোগ বুঝে ওই রাতে সংঘবদ্ধ চোরের দল তার বাসার বাইরের দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমারী ভেঙ্গে ৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার এবং নগদ ৫২ হাজার টাকা নিয়ে যায়। কাপড়-চোপড়, বিভিন্ন কাগজপত্র এবং অন্যান্য জিনিসপত্র তছনছ করে ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়। বাসার মালিক খাদেমুল জানায় তারা বাসায় ছিলেন না। এ বিষয়ে বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দীন জানান আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানায় অভিযোগ নেওয়া হয়েছে, তদন্ত চলছে।