শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৮ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
বদলগাছী প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রাইভেট পড়ানোয় মোজাফ্ফর হোসেন নামের এক মাদ্রাসা শিক্ষককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মোজাফ্ফর হোসেন চাংলা জেএম বহুমুখী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। নিষেধ করার পরও তিনি মাদ্রাসার শ্রেণিকক্ষে নিয়মিত প্রাইভেট পড়াচ্ছিলেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. নাহারুল ইসলাম গতকাল বুধবার বেলা ১১ টায় মাদ্রাসায় গিয়ে তাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করে।
সহকারী কমিশনার (ভূমি) মো. নাহারুল ইসলাম বলেন, নিষেধ করা সত্ত্বেও মোজাফ্ফর হোসেন ২০ জন ছাত্র-ছাত্রীকে নিয়ে প্রাইভেট পড়াচ্ছিলেন। তাই তাকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।