বদলগাছীতে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা মূলক শিক্ষার্থীদের দেওয়ালিকা উপস্থাপন

আপডেট: মার্চ ১২, ২০২৪, ১০:১৯ অপরাহ্ণ


বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের সাইকেল র‌্যালি ও দেওয়ালিকা উপস্থাপন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্টের আয়োজনে রোববার (১০ মার্চ) সকাল ১০টায় সাগরপুর থেকে একটি সাইকেল র‌্যালি বের করে জগপাড়া স্কুলে গিয়ে দেওয়ালিকা বাল্যবিয়ে বিষয়ে উপস্থাপন করা হয়। একই কর্মসূচী নিয়ে সংস্থাটি সোমবার (১১ মার্চ) সকাল ১০ টায় সাগরপুর থেকে র‌্যালি বের করে রোকনপুর মাদরাসা মাঠে গিয়ে শেষ হয় এবং সেখানে দেওয়ালিকা উপস্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসা সুপার মৌলানা দেলোয়ার হোসেন, সংস্থার প্রোগ্রাম অফিসার জুলেখা আকতার, ফিল্ড ফ্যাসিলটর আফরিন সুলতানা, পপি আকতার, নাজিউর রহমান প্রমুখ।